সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলেই যে আমরা সাথে সাথে বরফ শীতল হয়ে মারা যাবো তা নয়। কারণ পৃথিবী যে তাপ ধরে রাখবে তা বিকিরিত হতে কিছুটা সময় লাগবে। এছাড়া সূর্য থেকে আলো এসে পৃথিবীতে পৌঁছাতে সাড়ে আট মিনিটের মতো সময় লাগে, তাই আমাদের হাতে এই সময়টুকু থাকবে শেষবারের মতো সূর্যের আলো উপভোগ করার! পৃথিবীর অন্য প্রান্তে এ সময় থাকবে রাত। সেখানে দেখা যাবে চাঁদ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছে। কারণ চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো না থাকলে চাঁদ দেখা যাবে কিভাবে! সূর্য অদৃশ্য হয়ে যাবার সাথে সাথেই পৃথিবীর উষ্ণতা কমতে শুরু করবে। একসময় তা শূন্য ডিগ্রির চাইতেও ১০০ ডিগ্রি বা আরও অধিক নিচে নেমে যাবে। এক সপ্তাহের মাথায় তা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায় চলে যাবে। এমনকি আমাদের বায়ুমণ্ডল পর্যন্ত বরফ হয়ে পৃথিবীর উপর ভেঙ্গে পড়বে। যার ফলে মহাজাগতিক ক্ষতিকর রশ্মি এসে সরাসরি আঘাত হানবে আমাদের উপর। এ অবস্থায় কিছু অতিক্ষুদ্র জীবাণু বেঁচে থাকতে সক্ষম হতে পারে। কিন্তু মানুষের বাঁচার সম্ভাবনা একেবারেই শূন্য। মানুষের খাদ্য ও অক্সিজেনের প্রধান উৎস গাছ তার সব কাজ করতে অক্ষম হয়ে যাবে। পৃথিবীর পরিণত হবে প্রাণহীন এক গ্রহে।