Nishat Tasnim-
কৃমি হল এক ধরনের পরজীবী প্রাণী, যা মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে বসবাস করে এবং সেখান থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে। এই কৃমি শিশু থেকে বড়দেরও হতে পারে। মল ত্যাগের পর মলের ওপর এ কৃমি দেখা যায়। আবার সকালে ঘুম থেকে উঠে অন্তর্বাসে বা প্যান্টেও দেখা যেতে পারে। এই কৃমি একসঙ্গে ১০-২০ হাজার ডিম পাড়ে থাকে! এই কৃমি ক্ষুদ্র ও সাদা সুতার টুকরার মতো হওয়ায়, তাই একে সুতা কৃমি বলে।
লক্ষণঃ
সুতা কৃমি হলে বেশ কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় বা পরিলক্ষিত হয়। যেমনঃ-
১/ পেটের ব্যথা।
২/ শরীর দুর্বল লাগা।
৩/ খাদ্যে অরুচি।
৪/ পাতলা পায়খানা।
৫/ বমি বমি ভাব।
৬/ মলদ্বারে চুলকানি।
৭/ ওজন কমে যাওয়া
ইত্যাদি।
প্রতিকারঃ
১/ কৃমি প্রতিরোধে যা করতে হবে, তা হল....
২/ বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে।
৩/ খাওয়ার আগে ও পায়খানার পরে ভালোভাবে হাত ধুইতে হবে।
৪/ হাতের নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে।
৫/ খালি পায়ে না হাঁটা।
৬/ প্রতিদিন পরিষ্কার জামাকাপড় পরিধান করা।
৭/ বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
৮/ রাত্রে খাওয়ার পর ব্রাস বা ভালো করে দাঁত/ মুখ পরিষ্কার করা।
ইত্যাদি।
চিকিৎসাঃ-
এই কৃমির হাত থেকে রক্ষা পেতে হলে উপরিক্ত প্রতিকেরের পন্থা গুলি প্রয়োগ করতে হবে। আর যদি উপরিক্ত লক্ষণ গুলি দেখা যায় তাহলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।