Nishat Tasnim-
গ্রামে অনেকেই আকাশে সাদা আঁশের মতো লম্বা বস্তুগুলো আকাশে উড়তে দেখেছি বা গাছে বা ঘাসে পড়ে থাকতে দেখেছি। এদের মজা করে চাঁদের বুড়ির সুতা বলা হয়। অনেকেই এগুলোকে কাশফুল বা শিমুল গাছের তুলা ভাবেন। এগুলো মূলত Chemwebs।
Chemwebs হলো মাকড়সার সিল্ক। মাকড়সা নিজেদের চলাচল, আহারাদি বা শিকারের করার উদ্দেশ্যে সিল্কের জাল বুনে। মাকড়সার উদরে অবস্থিত রেচনত্যাগী গ্রন্থি থেকে এই সুতার জন্ম হয়। এদের সিল্ক গ্ল্যান্ড বলা হয়। মাকড়সার জালে এক ধরনের চটচটে স্থিতিস্থাপক ভাব থাকে। আকাশে দলা দলা যে সুতার মতো বস্তুগুলো দেখা যায় তা একটি মাকড়সার তৈরি নয়। কয়েকশত বা কয়েক হাজার মাকড়সার তৈরি সিল্ক এর জাল একত্রে এগুলো তৈরি হয়।