"লুসিড ড্রিম" এর "লুসিড" শব্দটার অর্থ হলো "স্পষ্ট বা পরিস্কার" আর "ড্রিম" মানে যে "স্বপ্ন" এটা আমরা সবাই জানি। লুসিড ড্রিম হলো সেই স্বপ্ন যেটা আপনার স্পষ্টত মনে থাকে (এমনকি স্বপ্নের মাঝে অন্ততপক্ষে এতোটুকু উপলব্ধি করতে পারবেন যে আপনি সত্যিই স্বপ্ন দেখছেন) এবং আপনি আপনার স্বপ্নটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
কি বিষয়টা মাথায় ঢুকলো না তাইতো??
আচ্ছা মনে করুন আপনি রাতে স্বপ্ন দেখছেন যে আপনি দশতলা বিল্ডিং হতে লাফ দিয়ে পড়ে যাচ্ছেন (ওহ মাই গড...দশতলা হতে মাটিতে পড়লে তো আপনি এমনিই মারা যাবেন) এবার আপনি যদি আপনার এই স্বপ্নটাকেই মোডিফাই করে একটা গদির ওপর পড়েন তাহলে কেমন হবে ভাবুন তো?!
হুমমম....এমনি স্বপ্নের মাঝে নিজের ইচ্ছায় স্বপ্নটাকে নিয়ন্ত্রণ করায় হলো লুসিড ড্রিম!
লুসিড ড্রিম কিভাবে হয়?
মূলত আমাদের ঘুমের সময় REM Sleep এর সময়ই হতেই লুসিড ড্রিম এর সূত্রপাত হয়, REM sleep হলো Rapid Eye Movement অর্থাৎ ঘুমের মাঝেই চোখের পাতার নড়নচড়ন।
সাধারণত আমাদের মনের দুইটা অংশ থাকে (১) সচেতন মন (২) অবচেতন মন; আমরা স্বপ্ন দেখি অবচেতন মনে কিন্তু স্বপ্নের মাঝে সচেতন মন খানিকটা সক্রিয় হলেই এই লুসিড ড্রিম হয়।
আচ্ছা লুসিড ড্রিম দিয়ে কি হয়?!
আমরা সাধারণত ঘুমের মাঝে যেসব স্বপ্ন দেখি সেগুলির বাস্তব জীবনে মূল্যায়ন বা প্রয়োগ তথা প্রভাব তেমন একটা থাকে না; অন্যদিকে লুসিড ড্রিম আপনার পুরো লাইফটাই পাল্টে দিতে পারে।
মনে করুন আপনি স্বপ্নের মাঝে প্রতিদিন সাপের দৌড়ানি খাচ্ছেন কিংবা একটা অশরীরী আত্মা এসে বারবার আপনাকে ভয় দেখাচ্ছে, এভাবে কয়দিন আপনি সুস্থ থাকতে পারবেন?
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এমন ভয়ংকর স্বপ্ন আপনার পুরো লাইফটাই ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এনাফ, একটা সময় হয়তো আপনি ঘুমুতে যেতেই ভয় পাবেন তাইনা??!
আর আপনি যদি লুসিড ড্রিম করতে পারেন তাহলে সাপকে লাঠি দিয়ে মেরে মনের শক্তি বাড়াতে পারেন,অন্যদিকে সচেতন মাইন্ড "ভূত বলতে কিচ্ছু নেই" বলে অশরীরী'টাকে তাড়াতে পারেন.....কত্তো মজার লুসিড ড্রিম তাইনা?
লুসিড ড্রিম আপনার দুঃস্বপ্নকে সুন্দর স্বপ্নে রূপান্তরিত করাতে সক্ষম, স্বপ্ন বিষয়টাকে আপনার লাইফে বেস্ট মোটিভেশন হিসেবে তুলে ধরবে এবং সর্বোপরি আপনার লাইফে সফলতা বয়ে নিয়ে আসবে।
ধারনা করা হয় লুসিড ড্রিম এর মাধ্যমে আপনার অবচেতন মনকে সচেতন মন স্পেসিফিক ইন্ডিকেশনে পরিচালিত করে অন্যের মনের গোপন কথা জানতে সহায়তা করে কিংবা আপনার মনের আবেগ অনুভূতি অন্যের মনের মাঝে ঢুকিয়ে দিতে পারে ফলে আপনি চাইলেই সহজেই লুসিড ড্রিম এর সাহায্যে আপনার স্বার্থসিদ্ধি করতে পারেন (বিষয়টা আপনি হিপ্নোসিস এর সাথে তুলনা করলে এখনে পাত্র আপনি নিজেই এবং সম্মোহক মানুষটাও আপনি নিজেই....মোদ্দকথা বিষয়টাকে হয়তো সেল্ফ হিপ্নোসিস এর সাহায্যে ব্যখ্যা করা সম্ভব)।
লুসিড ড্রিম কিভাবে করবেন?
আপনি চাইলেই কিন্তু লুসিড ড্রিম বিষয়টাকে আয়ত্তাধীন করতে পারেন; এমনি লুসিড ড্রিমের জন্য যে রাতের বেলায় ঘুমুতে হবে এমনটাও নয়।
লুসিড ড্রিম এর জন্য মেডিসিন থেকে শুরু করে মেডিটেশন পর্যন্ত বিভিন্ন পদ্ধতি আছে; আমি আপনাকে সবচেয়ে সহজ উপায়টাই শিখিয়ে দিচ্ছি....
আপনি প্রতিদিন রাতে ঘুমুতে যাওয়ার আগে আপনার মনকে বলুন " আজ আমি লুসিড ড্রিম করবো" ব্যাস এতোটুকুই এনাফ!
ভাবছেন মজা করছি... উহু আমি কিন্তু সত্যিই সিরিয়াস!!
আপনি যখন সচেতন মনে আপনার অবচেতন মনকে কমান্ড দিচ্ছেন "লুসিড ড্রিম" করতে চান তখন আপনার অবচেতন মন এমনিতেই স্বপ্ন দেখার সময় আপনার ব্রেইনের সচেতন মনটাকে জাগ্রত করবে এবং আপনি আপনার স্বপ্নের কনট্রোল করতে পারবেন।
কি বিশ্বাস হচ্ছে না...তাহলে পরীক্ষার আগের রাতে ঘড়িতে এলার্ম দিয়ে রাখলেও এলার্ম বাজার আগেই আপনার ঘুম ভেঙ্গে যায় ক্যামনে - এইটা ভাবুন তো?!
এছাড়াও আপনি চাইলে একটা ড্রিম ডায়েরী রাখতে পারেন যাতে আপনার যাবতীয় স্বপ্ন ভোরবেলা উঠে লিখে রাখবেন, এতে করেও আপনার লুডিস ড্রিম তথা স্বপ্নের এক্সেস করার ক্ষমতা বৃদ্ধি পাবে।
লুসিড ড্রিমের কোন সাইড ইফেক্ট আছে?
হুমম...আপনি যদি "যখন মন চাই তখনই লুসিড ড্রিম করতে পারেন" তাহলে স্বপ্ন এবং বাস্তব গুলিয়ে ফেলার আশংকা থাকে এবং হ্যালুসিনেশন হওয়ার সম্ভাবনা থাকে; সুতরাং অতিরিক্ত লুসিড ড্রিম আপনার লাইফে ক্ষতির কারণ হতে পারে; ব্রেইনের ওপর জোরাজুরি করা তো লক্ষী ছেলের কাজ নহে!!!
সবিশেষ শুধু একটা কথায় বলবো "আপনারা যদি জানতেন যে শুধুমাত্র ব্রেইন দিয়েই লাইফে সফলতা আনা সম্ভব তাহলে হয়তো বোকার মতোন কখনোই মন খারাপ করে হতাশ হতেন না"।
#নিশান_আহম্মেদ_নিয়ন