এটা নিয়ে ও নিশ্চয় সবাইকে চিন্তা করতে হবে।চিন্তা শব্দটি দুই অক্ষরের শব্দ হলেও মানুষকে সারাক্ষণই এই শব্দটি নিয়েই থাকতে হয়।মানব মস্তিষ্ক চিন্তা ছাড়া এক মুহূর্ত ও থাকতে পারে না।গুণীজন বলেন,চিন্তা যেমন হবে অনুভূতিও তেমনই হবে,আবার অনুভূতি যেমন হবে কাজ তেমনই হবে।আমরা যদি একটা কাজ বারবার করি তবে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়।আর অভ্যাস ধীরে ধীরে বৈশিষ্ট্য এ পরিণত হয়ে যায়,অর্থাৎ আমাদের চরিত্রে রূপান্তরিত হয়।আমরা যদি ভালো চিন্তা করি তবে আমাদের কাজও ভালো হবে আর খারাপ চিন্তা করলে কাজও খারাপ হবে।সুতরাং বলা যায়, আমাদের সমস্ত কাজ এই চিন্তার উপরই নির্ভর করে।
চিন্তার সংজ্ঞা দিতে হলে বলা যায়,কোনো কিছু ঘটা বা না ঘটা নিয়ে মানুষের মনে যখন কোনো উদ্বেগ জন্ম নেয়,তখন তাকে চিন্তা বলে।মানুষ ছাড়া প্রাণীজগৎ এর অন্য কোনো প্রাণী চিন্তা করে কিনা তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।তবে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যদি আমরা কোনো বিড়ালে খাবার দেয় বিড়ালটি খাবার খাওয়ার আগে শুকে নেয়,অনেকটা নিশ্চিতভাবে বলা যায় সে নিশ্চয় চিন্তা করে খাবারটি শুকে।এইদিক বিবেচনায় বলতে পারি অন্য প্রাণীরা ও চিন্তা করে।তবে সুনির্দিষ্টভাবে ও সেটা বলা সম্ভব না।
কিছুকিছু গুণীজনদের মতে 'চিন্তা' চিন্তাধারার ফলে আসা ধারণা বা ধারণাবিন্যাসকে বুঝায়।যদিও চিন্তা করা মানবতার একটি অপরিহার্য কার্যকলাপ, একে সংজ্ঞায়িত বা এটা বোঝার কোনো সাধারণ ঐক্যমত্য নেই।
Answered by: Sushanta Paul