S. M. Tamim-
"বিড়াল কি তরল নাকি কঠিন পদার্থ?" এ নিয়ে গবেষনা করে প্যারিসের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্ক এন্টনি ফারদিন সম্প্রতি Ig Nobel Prize অর্জন করেছেন।
Ig Nobel Prize সম্মাননাটি হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে সেইসব গবেষনার জন্য দেয়া হয় যেসব গবেষনা প্রথমে মানুষকে হাসাবে এবং এরপরে ভাবাবে।
বিড়ালের গাঠনিক ধরন নিয়ে গবেষনা মূলত এইরকমই ছিল। মার্ক এন্টনি ফারদিন বলেন সাধারন তরল যেমন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারন করে, ঠিক তেমনি বিড়ালকেও সুবিধামত একটা পাত্রে রেখে দিলে বিড়ালও সেই পাত্রের আকৃতি ধারন করে। তাহলে বিড়ালকে কি তরল বলা যায়?
না, বিড়ালকে পুরোপুরি তরল বলা যায় না। কেননা বিড়ালের তরলত্ব নির্ভর করে সময় এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। ইচ্ছে মত বাকা-ত্যাড়া যেকোন পাত্র দিলেই বিড়াল পাত্রের আকৃতি ধারন করতে পারবেনা। বিড়ালের তরলত্ব প্রাপ্তি অর্থাৎ পাত্রের আকৃতি ধারন করতে পাত্রের মধ্যে নির্দিষ্ট পরিমান স্পেস লাগবে, নির্দিষ্ট পরিমান সময় লাগবে। এসব কিছুরই সুন্দর কিছু ইক্যুয়েশন দিয়েছেন মার্ক ফারদিন।
এট দ্য এন্ড, ফারদিন বিড়ালের তরলত্ব নিয়ে যে বিবৃতিটি দিয়েছেন তা হচ্ছে, "বিড়ালকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারন করে যদি বিড়ালকে পর্যাপ্ত সময় দেয়া হয়।"
#Collected