Nishat Tasnim-
মানুষ দিনে প্রায় ১২ থেকে ২৫ বার Fart বা পাদ বা বাতকর্ম করে। Fart এ আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এর মতো গ্যাস। খাদ্যাভাসের উপর নির্ভর করে অনেকের বাতকর্মে মিথেন ও সালফার থাকে। মিথেন এর উপস্থিতির জন্য বাতকর্ম দাহ্য।
প্রথমত, পৃথিবীর সব মানুষ একসাথে Fart বা বাতকর্ম করলে কয়েক মিলিয়ন গ্যাস উৎপন্ন হবে, অনেক দুর্গন্ধ ছড়াবে এবং এর শব্দও অনেক বেশি হবে। দ্বিতীয়ত, যদি সবার বাতকর্ম মিথেন থাকে তবে ৭.৮ বিলিয়ন মানুষ একসাথে বাতকর্ম করলে বিপুল পরিমাণে মিথেন গ্যাস বায়ুমন্ডলে নিঃসরণ হবে। এর ফলে নর্থ ও সাউথ পোলের কিছু বরফের কিছু অংশ গলে যাবে। বরফ গলে যাওয়ার ফলে নিম্নতলে থাকা আরও মিথেন গ্যাস বেরিয়ে আসবে। এর ফলে আরও বেশি পরিমাণে বরফ গলবে। বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে। আবার অতিরিক্ত মিথেনের ফলে অনেক জায়গায় বিষ্ফোরণও হবে। কিন্তু যেহেতু সবার বাতকর্মে মিথেন থাকেনা তাই এমন ঘটার সম্ভাবনা নেই।
©নিশাত তাসনিম (সাইন্স বী)