Samsun Nahar Priya-
প্রচন্ড কান্না পেলে অনেকের গলার ভিতর থেকে একধরনের ব্যথা বা চাপের অনুভূতি হয়৷ এটি মূলত কান্নার সময় ক্রিকোফেরিঞ্জিয়াস মাসল/পেশীতে সৃষ্ট চাপ কিংবা উত্তেজনার ফলে ঘটে থাকে। ক্রিকোফেরিঞ্জিয়াস মাসল হলো সেমি-সার্কুলার মাসল যেটি ঘাড়ের দিকে অবস্থিত এবং Adam's apple এর থেকে ৩ ইঞ্চি নিচে অবস্থিত। কান্নার ফলে আমাদের ল্যারিঞ্জিয়াল মাসল/পেশিতেও টান সৃষ্টি হয় যার কারনে গলার ভিতরে ব্যথা বা চাপ অনুভূত হয়৷