সাধারণভাবে বললে বাংলাদেশের বসন্ত ঋতু তুলনামূলক সুবিধাজনক এবং আরামদায়ক। বসন্তকালে তাপমাত্রা সহনীয় মাত্রায় থাকে। আবার বেশি ঠান্ডাও পড়ে না। এছাড়া বসন্তে বৃষ্টিও নেই, ফলে পথ-ঘাট সুন্দর থাকে; হাঁটাচলা করা যায়। এসময়ে গাছে নতুন পাতা গজায়, ফুল ফোটে। প্রকৃতির মধ্যে একটা অন্যরকম ভাব আসে। মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ বা এপ্রিল পর্যন্ত বসন্ত থাকে।
তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, কোন ঋতু কখন আসে আর কোন ঋতুতে বেশি সুবিধা তা ঠিকমতো বলা যায় না।
তবে সব মিলিয়ে ঋতুরাজ বসন্তই সবার জন্য সুবিধাজনক। তবে, কারও কারও ভিন্ন মত থাকে।