এর নাম হলো পালমারিস লংগাস। এটি আসলে কোনো শিরা নয় বরং এটি একটি মাংসপেশি। এই পেশীটি আমাদের অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে, এটি আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া। আদিমযুগে যখন মানুষের বেশি বেশি গাছে চড়ার প্রয়োজন হতো, তখন এই পেশীটি কাজে লাগতো। তবে বর্তমানে এই পেশীটি কোনো কাজেই লাগে না। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১০ থেকে ১৫ শতাংশ মানুষের দেহে এটি থাকে না। আপনার শরীরে এই পেশীটি আছে কিনা দেখতে চান? আপনার হাতটি ছবির মতো করে কোনো সমতল স্থানে রাখুন। এবার হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুলকে স্পর্শ করুন। যদি ছবির মতো লিগামেন্টটি উঁচু হয়ে ওঠে, তবে বুঝবেন আপনার দেহে এই পেশীটি রয়েছে।
(তথ্যসূত্র : রোর বাংলা)