Fahimuzzaman Fahim-
আয়না হচ্ছে মূলত একটা সমতল সারফেস, আলো শোষন করেনা এমন যেকোন পদার্থের সমতলকে আয়নার মত মনে হবে,কারণ একদম সমতল সারফেসে আলো ভালভাবে প্রতিফলিত হয় এবং যেদিক থেকে এসেছিল সেদিকেই আবার ফিরে যায়, আয়নায় এটাই হয় তাই আমরা নিজেদের সেইম দেখতে পাই।
কিন্তু আপনি যখন অন্য আরেকটা আয়নার সামনে যাবেন সেখানে আপনার মুখে সূর্য বা লাইটের আলো ঠিক একদম আগের মতই আসছে না অল্প হলেও তারতম্য ঘটছে, এবং সেটাই সামনে থাকা আয়নায় গিয়ে আবার রিফ্লেক্ট হচ্ছে, আবার তখন সেন আগের এংগেল এ আপনি অবশ্যই দাড়ান নি এতেও মস্তিষ্ক একই ফেসকে অন্য এংগেল এ ডিটেক্ট করছে যা ডিফারেন্ট ইমেজ হিসেবেই ধরবে,আর আয়না বানানোর সময় যতই সমতল করা হোক সকল আয়নার সারফেস সমানভাবে সমতল অবশ্যই হবেনা, এক্ষেত্রে ভিন্ন আয়নায় অল্প হলেও রিফ্লেকশন একটু ভিন্ন হবে। এগুলোর ফলে ফাইনালি আলাদা আয়নায় সামান্য চেঞ্জ মনে হতে পারে চেহারা, যা তেমন লক্ষ্য করা হয় না।
© Warman Hasbi