আইডেনটিক্যাল টুইন এ ডিম্বাণু একটি থাকে, কিন্তু একই সময় দুটি শুক্রাণু ঢুকে পড়ে ডিম্বাণু তে। আর আন আইডেন্টক্যাল টুইন এ ডিম্বাণু ও দুটা তৈরী হয় মায়ের, যার ফলে ২ টিতে শুক্রানু ঢুকে যায়।
আর হ্যা আইডেন্টিক্যাল টুইন ২ এর অধিক হতে পারে, আমি নিজে ৪ জন দেখেছি এদের চেহারা এক রকম হয়।
আর আন আইডেন্টিক্যাল টুইন ২ এর অধিক সাধারণত হয় না। এদের চেহারা ভিন্ন হয়