Audrita Roy
বিঃদ্রঃ নিচের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করলেই হবে ৷
চশমা সর্বক্ষণ চোখে রাখতে হলে, সেটার দাগ নাকের ওপরও পড়ে। নাকের দুপাশে কালো দাগ হয়ে যায়। তা ছাড়া চশমা পরে নিয়মিত কড়া রোদে বেরুলেও নাকের দুপাশে দাগ পড়ে।
গ্রিন টি ব্যাগ : ব্যাগ দুটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। তারপর তা চোখের ওই দাগের নিচে রেখে দিন দশ মিনিট। এবার জল দিয়ে ধুয়ে নিন। এক দিন অন্তর অন্তর এটা করুন।
কমলালেবু : এক চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো এক টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে ৪ দিন ব্যবহার করুন ৷
আলুর রস : আলু প্রথমে পাতলা করে কেটে নিতে হবে। নাকের দু’পাশে যে জায়গায় কালচে ভাব রয়েছে, ঐ জায়গাগুলোতে ১৫ থেকে ২০ মিনিট ভালো করে আলুর স্লাইস দিয়ে ম্যাসাজ করে নিন। আলু ব্লেন্ড করে রস তৈরি করে নিতে পারেন। তুলার সাহায্যে একই ভাবে ত্বকে ম্যাসাজ করে নিন ৷
টমেটো : টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন , অ্যান্টি-অক্সিডেন্ট। একটি পাকা টমেটো নিয়ে স্লাইস করে কেটে নিন। চাইলে এতে সামান্য চিনিও মিশাতে পারেন। এবার আলতোভাবে মুখে ম্যাসাজ করে নিন। টমেটোর রসের সাথে চিনির মিশ্রণ প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে।এছাড়া টমেটো, শশা, আলুর সংমিশ্রণে একটি প্যাক তৈরি করতে পারেন।
অ্যালোভেরা : ঘুমানোর আগে অ্যালোভেরা জেল দাগের উপর লাগিয়ে রাখুন। নিয়মিত এই জেল ব্যবহার করলে দাগ কমে আসবে।সকালে পানি দিয়ে ভালোভাবে মুখ পরিস্কার করে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করুন।
লেবু : কয়েক ফোঁটা লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে তুলার সাহায্যে ভিজিয়ে নাকের দুপাশে লাগাবেন।কিন্তু সরাসরি এটি মুখে অ্যাপ্লাই করলে প্রবলেম হতে পারে, তাই শসার রসের সাথে মিশিয়ে লাগাতে পারেন। শসার রসের সাথে কয়েকফোঁটা লেবুর রস মিশিয়ে একটি পরিষ্কার তুলার সাহায্যে ১০ থেকে ১৫ মিনিট কালচে জায়গায় ভালো করে ম্যাসাজ করে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ বার দিন ৷
গোলাপ জল : তুলার সঙ্গে গোলাপ জল ভিজিয়ে দাগে লাগান দেখবেনএ ছাড়া আপনি চাইলে গোলাপ জলের সঙ্গে ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন।
Source : boldsky , femina , deskbd , ntv