আমাদের চোখের আশেপাশে রক্তের ছোট ছোট কৌশিকনালী বা ক্যাপিলারিস আছে,যা চোখের চারপাশের কোষগুলোকে অক্সিজেন সরবরাহ করে।কিন্তু বিভিন্ন কারণে এই ক্যাপিলারিগুলো ফেটে যেতে পারে।আর এই ক্যাপিলারি ব্লিডিং এর জন্যই চোখের চারপাশ ডার্ক দেখায়।
ক্যাপিলারি ফেটে যাওয়া বা ভেঙ্গে যাওয়ার কারণগুলোর মধ্যে ভারি চশমার ফ্রেম ব্যবহার করা একটি।অনেক ক্ষেত্রে লম্বা সময় ধরে চশমা পরে থাকলে ফ্রেমের ভারের জন্য ক্যাপিলারি ভেঙ্গে যায়।ফলাফল ডার্ক সার্কেল।এজন্য হালকা ফ্রেমের চশমা ব্যবহার করা উচিত।
ক্যাপিলারি ভেঙে গিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল হওয়ার অন্যান্য কারণগুলোর মধ্যে আছে আয়রন ডিফিশিয়েন্সি,স্ট্রেস,জোরে চোখ ঘষা,ক্লান্তি,সান ড্যামেজ ইত্যাদি।