চুলে মেলানিন নামে এক ধারনের পদার্থ থাকে।এই মেলানিনের উপর চুলের রং নির্ভর করে।চুলে মেলানিনের পরিমান বেশি থাকলে চুল কালো দেখায়।কিন্তু রোদে এই মেলানিন কমে যায়, যার কারনে চুল কালো রং থেকে বিচ্যুত হয়ে লাল বর্ন কিংবা বাদামী বর্ণ এ দেখা যায়।এছাড়া প্রায় সবার চুলে ইউমেলানিন ও ফিওমেলানিন নামে পদার্থ থাকে যা রোদে কার্যকর হয় এবং লাল রং সৃষ্টি দায়ী ধরা হয়।