অনেক সময় বিমান বা উড়োজাহাজও কাছাকাছি এমন উচ্চতা দিয়ে চলাচল করে । রাতের বেলা পাইলট যেন দূর থেকে লাল রঙ ( বিপদ সংকেত ) দেখে সতর্ক হতে পারে, এবং পর্যাপ্ত সময় নিয়ে পথ পরিবর্তন করতে পারে এজন্যই মূলত টাওয়ারের উপর লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয় । একই কারণে টাওয়ারের বডিও লাল এবং সাদা রঙের করা হয় ।