Nishat Tasnim-
হাসপাতালে সাধারণত সাদা, সবুজ, নীল, গোলাপি রঙের চাদর ব্যবহার করা হয়। সাদা রং মানুষের মনে শুভ্রতা এবং পরিচ্ছন্নতার ওপর জোর দেয়৷ এই রং মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করা হয়৷ সাদা রং আলোর প্রতিফলন ঘটায়৷ যার ফলে রুম আরও উজ্জ্বল বলে মনে হয়৷ চাদর-বালিশ একটু নোংরা হলে একইসঙ্গে ভিজিয়ে তা ধোয়া যায়৷ অন্যান্য রংয়ের হলে একটার থেকে অন্যটাতে রং লেগে যাওয়ার ভয়ও থাকতে পারে৷
বিস্তারিতঃ
https://www.alsco.co.nz/.../hospitals-use-white-sheets/....