কোনো কিছু হারালে আমরা কষ্ট পাই কেন??
কিছু হারালে মন খারাপ হয় কারণ ওই জিনিস এর প্রতি একটা মায়া সৃষ্টি হয়!
মায়া বলি প্রেম বলি ভালোবাসা বলি সব মস্তিষ্ক তে সৃষ্টি হয়।
আমাদের মস্তিষ্কে একেবারে কোরে ৪ ধরনের হরমোন ( এখন এগুলোকে হর্মন না বলে নিউরো রেগুলেটর বলা শ্রেয় যেহেতু সরাসরি মস্তিষ্কের কথা বলছি) রিলিজ হয় Dopamine, Oxytocin Serotonin, Endorphins!
এর মধ্যে Dopamine হচ্ছে সেই প্লেজার হর্মন। এটা আমাদের ইমোশন নিয়ন্ত্রণ করে, আনন্দ দুঃখ, হাসি কান্না সব এর জন্য হয় ।
যখন আমরা কোনো কিছুর প্রতি দূর্বলতা অনুভব করি তখন আমাদের মস্তিষ্কে Oxytocin রিলিজ হয়। এটি আমাদের মানুষের সাথে বন্ড বা সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে!
তাপ্পর serotonin, আপনি যদি ভাল মেজাজে থাকেন তবে আপনার ধন্যবাদ জানানো উচিত সেরোটোনিন কে এবং যদি খারাপ মেজাজে থাকেন তবে আপনাকে দোষ দেওয়া উচিত এই সেরোটোনিন কে। এটি নিয়ামক বা regulator ।
মজার বিষয় হল দেহের 80% সেরোটোনিন অন্ত্রে বিদ্যমান এবং এটি আপনি ক্ষুধার্ত কি না তার স্ট্যাটাস দ্বারা পরিচালিত হয়। আর হ্যাঁ, এই কারণেই আপনি বুঝতে পারেন আপনার ক্ষুধা লেগেছে কি না ।
আর হচ্ছে Endorphins, এটি আমাদের ব্যাথা অনুভূতি কম করে দেয়৷ আমরা যখন ব্যাম করি তখন অনেক পরিশ্রম হয়, স্ট্রেস হয় তখন এই এন্ডোরফিন্স রিলিজ হয় এবং আমাদের স্ট্রেস বা ব্যাথা কম করে দেয়! এটি মস্তিষ্কের ভেতর ও পিটুইটারি গ্লান্ড এ থাকে সাধারণত প্রানী দেহে!
এবার আসি আসল গল্পে কেন আমাদের খারাপ লাগে, কষ্ট পাই আমরা!
তো আমাদের ইমোশন টা অনেক টা নির্ভর করে প্লেজার এর উপর আমাদের মস্তিষ্ক যদি প্লেজার খুজে পায় তখন সে Dopamine রিলিজ করে, এখন
ধরুন কোনো কিছুর প্রতি আপনি অনেক দূর্বল, সেটি হারিয়ে গেল, এখন আপনার মন খারাপ হবে কারণ আপনি ঐ জিনিস থেকে কোনো উপযোগীতা পেতেন, যার ফলে আপনার মস্তিষ্ক ওই জিনিস এর জন্য ডোপামিন রিলজ করত, যার জন্য আপনার ভালো অনুভব হত বা আনন্দ পেতেন!
আর যে জিনিস থেকে উপযোগিতা পেতেন সেই জিনিস টিকে মস্তিষ্ক খুব ভালো ভাবে নিজের নিউরনে জায়গা দিয়ে দেয়৷
এখন আপনি যদি কোনো কিছু হারিয়ে ফেলেন, তখন আপনার মস্তিষ্ক জেনে যায় যে আপনি প্লেজারের জিনিস হারিয়েছেন, মানে আপনি আর আগের মত আনন্দ পাবেন না।
এটি বলে আর বার বার বার বার আগের স্মৃতি টেপ রেকোর্ডারের মত চালাতে থাকে, যার ফলে আবার ডোপামিন রিলিজ হয়, তবে এবার মন খারাপ এর কারণ হয়ে!
আবার ধরুন আপনি আমি সবাই কলম দিয়ে লিখি, কত কলম হারিয়েছি তার শেষ নেই!
কিন্তু কলম হারানোর পর কিন্তু কিছু মনে হয় নি কারণ আমরা জানিই অন্য একটি কলম আমরা সহজেই কিনতে পারবো!
এবার ভাবুন ঘোষণা করা হল পৃথিবী তে আমাদের আর কখনো কলম ব্যবহার করা যাবে না।
এটা ভাবতেই কেমন লাগে তাই না??
আসলে খারাপ লাগা ভালো লাগা আর মায়া অনুভব এগুলো আসে, মস্তিকের স্মৃতি শক্তি বা নিউরন এর উপর!
এখন এক বাচ্চার জন্মের সময় তার মা মারা গেলেও সে কষ্ট পায় না তখন তার কোনো স্মৃতি নেই তার মায়ের সাথে !
আবার কারো ভালো বন্ধু মারা গেলে অনেক কষ্ট হয়, বিশেষ করে ছোট বেলার বন্ধু!
একটা জিনিস আমাদের মস্তিষ্কের সাথে যত টা জড়িত থাকবে জিনিস টি হারালে আমরা ততটা কষ্ট পাবো।
আর বুকের ভেতর অসস্থি হয় অনিয়মত হার্ট ব্রিদিং আর অনিয়মিত রেস্পিরেশন বা শ্বাস প্রশ্বাস এর কারণে, যা হয় এই মহান ডোপামিন এর জন্যই!
আর কোনো জিনিস পাবার আনন্দ যেমন দিতো ডোপামিন কোনো জিনিস হারাবার ফলে কষ্টের কারণ ও মস্তিষ্কের এই নিউরো-ক্যামিকাল টি!
#AbhiIDT