অপটিক্যাল ফাইবার বা অপটিক ফাইবার হচ্ছে একটি স্বচ্ছ তন্তু বা আশ । যার সাহয্যে আলো সহজেই পরিবহন করতে পারে।
এই অপটিক ফাইবার অনেক পাতলা ও চিকন হয়ে থাকে, অনেকটা চুলের মতো। এটি সাধরনত তৈরি হয় কাচঁ অথবা প্লাস্টিক এর সাহায্যে।
যার ভিওর দিয়ে আলো এক প্রান্ত হতে অন্য প্রান্তে সহজেই যেতে পারে।
এই অপটিক্যাল ফাইবার আলোর গতিতে তথ্য আদান প্রদান করে থাকে।
আর এই জন্য এই ক্যাবল এর ডাটা ট্রান্সমিট স্পিড ,অনান্য ক্যাবল এর থেকে অনেক বেশি হয়ে থাকে। কারন আমরা জানি, আলো প্রতি সেকেন্ডে ২৯৯,৭৯২,৪৫৮ মিটার যেতে পারে।
আর এই ক্যাবল সমান গতিতে তথ্য আদান প্রদান করতে পারে। কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেও বিপুল পরিমান তথ্য এই ক্যাবল এর সাহায্যে পরিবহন করা যায় সহজেই।
আপনি জেনে অবাক হবেন যে, এই অপটিক্যাল ফাইবার ক্যাবল এর কারনেই আপনি ঘরে বসেই ,ইন্টারনেট এর ডাটা এতো দ্রুত দেখতে পারছেন।
যদি অটিক্যাল ফাইবার বাদে অন্য কোন ক্যাবল এই যোগাযোগ এর জন্য ব্যবস্থা করা হতো, তাহলে এতো দ্রুত ডাটা ট্রান্সফার কখনো সম্ভব হতো না।
আর সব থেকে মজার বিষয় হলো এই ক্যাবল আলোর সাহায্যে তথ্য প্রেরন করে তাই, এটি অনেক দ্রুত হয় এবং এতে আলাদা কোনো Power Source এর ব্যবস্থা করতে হয় না।
>সহজ ভাষায় অপটিক্যাল ফাইবার হলো একটি সরু কাচের পাইপ, যেটি কিনা ট্রান্সমিশন মিডিয়া হিসাবে কাজ করে থাকে।