বিজ্ঞানী কেপলারের গ্রহের আবর্তনকাল সম্পর্কিত একটি সূত্র আছে। তা হলো :-
T² ∝ R³
এখানে, T=গ্রহের আবর্তনকাল; R= নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব । উক্ত সমীকরণটাকে একটু অন্যভাবে লেখা যায়-
T1² / R1³ = T2² / R2³.................(১)
(১) নং সমীকরণে R1=সূর্য থেকে পৃথিবীর বর্তমান দূরত্ব; পরিবর্তীত দূরত্ব, R2 =R1/2 ; পৃথিবীর বর্তমান আবর্তনকাল, T1 =365 দিন; পরিবর্তীত আবর্তনকাল, T2 =?
এখন (১) সমীকরণে মান গুলো বসিয়ে পাই, T2=T1/√8
অর্থাৎ, T2=129 দিন(প্রায়)
এককথায়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে একবছরে প্রায় 129 দিন হবে.........এটা হলে কিন্তু আমাদের এই সুন্দর পৃথিবী আর প্রাণ বিকাশের উপযুক্ত থাকতো না !!!!
Courtesy: Mubtasim Fuad