লজ্জা হোক, ভয় হোক, অবাক হোক, জয় হোক, ইমোশনাল এরকম সব পরিস্থিতিতেই আমাদের মুখ লাল হয়ে যায় । কিন্তু কেন ?
সহজ কারণ - লজ্জা পেলে আমাদের মুখে রক্ত চলাচল বেড়ে যায় । অতিরিক্ত রক্তের কারণে মুখ লাল দেখায় ।
কিন্তু কেন মুখে রক্ত সরবরাহ বেড়ে যায় লজ্জা পেলে ? কেমন করে এমন হয় ?
লজ্জা পেলে আমাদের শরীরে কিডনির উপরে থাকা একটা গ্ল্যান্ড অ্যাড্রেনাল থেকে অ্যাড্রিনালিন নামক একটা হরমোন বের হয় । এই হরমোনটি রক্তের মধ্যে বের হয়ে মস্তিষ্ক এবং শরীরকে সিগনাল দেয় যে - শরীর একটি স্ট্রেসফুল ইমোশন ফিল করছে ।
যে কোন ইমোশন : ভয়, অবাক, দুশ্চিন্তা, লজ্জা, এমন যে কোন পরিস্থিতিতে শরীর চায় - হয় মোকাবেলা করে সেটা কাটিয়ে উঠতে, নয়তো শরীর চায় পরিস্থিতি থেকে পালিয়ে যেতে । শরীরের এমন দ্বিমুখী আচরনকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স ।
অ্যাড্রেনালের প্রভাবে শরীর তখন পরিস্থিতি কাটিয়ে উঠতে শরীরের আর সব অঙ্গ-প্রত্যঙ্গের কাজ বাদ দিয়ে পুরো সতর্ক হয়ে উঠে তার পেশিগুলোকে অ্যাক্টিভ করতে চেষ্টা করে, যাতে করে সে সেই বিপদ থেকে তাড়াতাড়ি বাঁচতে পারে । পেশীর এমন সতর্কতা এবং প্রস্তুত হয়ে যাওয়ার কারণে পেশীর কাজ বেড়ে যায়, পেশীর কাজ বেড়ে গেলে তাতে বেশি পরিমাণ অক্সিজেন দরকার হয়, সেই অক্সিজেন সরবরাহ করে রক্ত, তখন রক্তকে অধিক পরিমাণে শরীরের বিভিন্ন পেশীগুলোতে যেতে হয় ।
অ্যাড্রিনালিন একদিকে যেমন শরীরকে সতর্ক হতে সংকেত দেয়, একইভাবে এই সর্তকতা থেকে বাঁচতে শরীরকে প্রস্তুত করতে অধিক যে অক্সিজেন এবং রক্তের দরকার হয়, তার সরবরাহের জন্য রক্তনালীগুলোকে প্রসারিত করে, যাতে করে বেশি পরিমাণ রক্ত দ্রুত পৌঁছে যেতে পারে ।
মানুষের শরীরে মুখের মধ্যে অন্য যে কোন অঙ্গের তুলনায় সবচেয়ে বেশি পাতলা ধরনের রক্ত নালী থাকে, যাদেরকে বলে ক্যাপিলারি এবং এগুলো মুখে একেবারেই চামড়ার নিচে থাকে । লজ্জা পেলে রক্ত দ্রুত শরীরের বিভিন্ন অংশে পেশিগুলোকে গিয়ে সতর্কতা এবং প্রস্তুত করতে দ্রুত ছুটে গেলে মুখের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্যাপিলারি থাকা এবং সেগুলো খুব চামড়ার উপরে থাকার কারণে রক্ত সেখানে যাওয়া মাত্রই শরীরের যে কোন অংশের তুলনায় মুখের মধ্যেই রক্তকে তাৎক্ষণিকভাবে দ্রুত দেখা যায় । বিশেষ করে মুখের চিবুক অংশে তেমন ক্যাপিলারিগুলো চামড়ার নিচে সবচেয়ে বেশি থাকে । যে কারণে লজ্জা পেলে সবার আগে চিবুক লাল হয়ে ওঠে ।
Opurbo Chowdhury
লেখাঃ অপূর্ব চৌধুরী । চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক । জন্ম বাংলাদেশ, বসবাস ইংল্যান্ড । গ্রন্থ ৯ । উল্লেখযোগ্য বই : অনুকথা, জীবন গদ্য, ভাইরাস ও শরীর, রোগ ও আরোগ্য ।