লজ্জা পেলে গাল লাল হয় কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,728 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (15,710 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (15,710 পয়েন্ট)
Nishat Tasnim

মানুষের শরীরে নানা ধরনের গ্রন্থি রয়েছে, যা থেকে পরিমাণ মতো হরমোন বা গ্রন্থিরস বেরোনোর ফলে শরীরের বিভিন্ন অংশগুলো ঠিকমত কাজ করে। এমনই এক হরমোনের নাম অ্যাড্রিনালিন। লজ্জা বা রাগের সময় শরীরে অ্যাডরিনালিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়। অ্যাড্রিনালিন হৃদপিণ্ডের গতি, রক্তপ্রবাহের গতি এবং রক্তচাপ বাড়িয়ে দেয়।
মজার ব্যাপার হলো, অ্যাড্রিনালিন শরীরের সব জায়গার রক্তনালীকে সংকুচিত করে, কিন্তু কেবল মুখের চামড়ার নীচে থাকা রক্তজালিকাগুলোর উপর এর কোনো প্রভাব নেই। অন্য রক্তনালীগুলো সংকুচিত হবার সঙ্গে সঙ্গে মুখে রক্তজালিকাগুলোর রক্তপ্রবাহ ও রক্তচাপ বেড়ে যায়। অর্থাৎ মুখের রক্তজালিকাগুলো গাল, কপাল, থুতনি, ঘাড় এবং কানের কাছে ছড়িয়ে থাকায় এসব জায়গায় রক্ত চলাচল একটু বেশীই বেড়ে যায়। রক্ত চলাচল বেড়ে যাওয়ার কারণে রক্তের চাপও বেড়ে যায়। আর এ কারণেই মুখের রঙ লাল বা গোলাপি দেখায়।
বড়দের তুলনায় ছোটদের এবং ছেলেদের তুলনায় মেয়েদের তুলনামূলক আবেগ বেশী থাকে। তুলনামূলকভাবে ছোটরা এবং মেয়েরা লজ্জা বা রাগে বেশী লাল হয়। লজ্জায় লাল হয়ে যাওয়ার জন্য কিন্তু মানুষ নয়, বরং আমাদের রক্ত আর রক্তের হরমোন দায়ী। অনেকে আবার ভয় পেলেও লাল হয়ে যায়। এরও কারণ সেই একই হরমোন।
©বিডি-প্রতিদিন
0 টি ভোট
করেছেন (9,280 পয়েন্ট)
লজ্জা হোক, ভয় হোক, অবাক হোক, জয় হোক, ইমোশনাল এরকম সব পরিস্থিতিতেই আমাদের মুখ লাল হয়ে যায় । কিন্তু কেন ?

সহজ কারণ -  লজ্জা পেলে আমাদের মুখে রক্ত চলাচল বেড়ে যায় । অতিরিক্ত রক্তের কারণে মুখ লাল দেখায় ।

কিন্তু কেন মুখে রক্ত সরবরাহ বেড়ে যায় লজ্জা পেলে ? কেমন করে এমন হয় ?

লজ্জা পেলে আমাদের শরীরে কিডনির উপরে থাকা একটা গ্ল্যান্ড অ্যাড্রেনাল থেকে অ্যাড্রিনালিন নামক একটা হরমোন বের হয় । এই হরমোনটি রক্তের মধ্যে বের হয়ে মস্তিষ্ক এবং শরীরকে সিগনাল দেয় যে - শরীর একটি স্ট্রেসফুল ইমোশন ফিল করছে ।

যে কোন ইমোশন : ভয়, অবাক, দুশ্চিন্তা, লজ্জা, এমন যে কোন পরিস্থিতিতে শরীর চায় - হয় মোকাবেলা করে সেটা কাটিয়ে উঠতে, নয়তো শরীর চায় পরিস্থিতি থেকে পালিয়ে যেতে । শরীরের এমন দ্বিমুখী আচরনকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স ।

অ্যাড্রেনালের প্রভাবে শরীর তখন পরিস্থিতি কাটিয়ে উঠতে শরীরের আর সব অঙ্গ-প্রত্যঙ্গের কাজ বাদ দিয়ে পুরো সতর্ক হয়ে উঠে তার পেশিগুলোকে অ্যাক্টিভ করতে চেষ্টা করে, যাতে করে সে সেই বিপদ থেকে তাড়াতাড়ি বাঁচতে পারে । পেশীর এমন সতর্কতা এবং প্রস্তুত হয়ে যাওয়ার কারণে পেশীর কাজ বেড়ে যায়, পেশীর কাজ বেড়ে গেলে তাতে বেশি পরিমাণ অক্সিজেন দরকার হয়, সেই অক্সিজেন সরবরাহ করে রক্ত, তখন রক্তকে অধিক পরিমাণে শরীরের বিভিন্ন পেশীগুলোতে যেতে হয় ।

অ্যাড্রিনালিন একদিকে যেমন শরীরকে সতর্ক হতে সংকেত দেয়, একইভাবে এই সর্তকতা থেকে বাঁচতে শরীরকে প্রস্তুত করতে অধিক যে অক্সিজেন এবং রক্তের দরকার হয়, তার সরবরাহের জন্য রক্তনালীগুলোকে প্রসারিত করে, যাতে করে বেশি পরিমাণ রক্ত দ্রুত পৌঁছে যেতে পারে ।

মানুষের শরীরে মুখের মধ্যে অন্য যে কোন অঙ্গের তুলনায় সবচেয়ে বেশি পাতলা ধরনের রক্ত নালী থাকে, যাদেরকে বলে ক্যাপিলারি এবং এগুলো মুখে একেবারেই চামড়ার নিচে থাকে । লজ্জা পেলে রক্ত দ্রুত শরীরের বিভিন্ন অংশে পেশিগুলোকে গিয়ে সতর্কতা এবং প্রস্তুত করতে দ্রুত ছুটে গেলে মুখের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্যাপিলারি থাকা এবং সেগুলো খুব চামড়ার উপরে থাকার কারণে রক্ত সেখানে যাওয়া মাত্রই শরীরের যে কোন অংশের তুলনায় মুখের মধ্যেই রক্তকে তাৎক্ষণিকভাবে দ্রুত দেখা যায় । বিশেষ করে মুখের চিবুক অংশে তেমন ক্যাপিলারিগুলো চামড়ার নিচে সবচেয়ে বেশি থাকে । যে কারণে লজ্জা পেলে সবার আগে চিবুক লাল হয়ে ওঠে ।

Opurbo Chowdhury

লেখাঃ অপূর্ব চৌধুরী । চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক । জন্ম বাংলাদেশ, বসবাস ইংল্যান্ড । গ্রন্থ ৯ । উল্লেখযোগ্য বই : অনুকথা, জীবন গদ্য, ভাইরাস ও শরীর, রোগ ও আরোগ্য ।
0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

এটি সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে হয়। যখন আপনি বিশেষ ধরনের মানসিক চাপের অভিজ্ঞতার মুখোমুখি হোন যেমন বেখেয়ালে কারো কফির কাফ ফেলে বিব্রত হওয়া অথবা কোনো আকর্ষণীয় ব্যক্তির চোখে চোখ রেখে রোমাঞ্চিত হওয়া-তখন আপনার শরীর থেকে অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ হয়।এর ফলে রক্তনালী প্রসারিত হওয়ায় অক্সিজেন এবং রক্তসঞ্চালন শরীরের অঙ্গপ্রত্যঙ্গে দ্রুততর হয়। এ সময় আপনার মুখমণ্ডলীয় শিরাও প্রসারিত হয় বলে বেশি রক্তের প্রবাহে লাল দেখায় আপনার মুখমন্ডল।
-মাহফুজুর রহমান রিদোয়ান

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+12 টি ভোট
1 উত্তর 503 বার দেখা হয়েছে
15 সেপ্টেম্বর 2020 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৩ (25,790 পয়েন্ট)
+4 টি ভোট
3 টি উত্তর 2,022 বার দেখা হয়েছে
01 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,480 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 271 বার দেখা হয়েছে
14 ফেব্রুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)

10,776 টি প্রশ্ন

18,469 টি উত্তর

4,743 টি মন্তব্য

272,601 জন সদস্য

83 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 82 জন গেস্ট অনলাইনে
  1. Shariar Rafi

    420 পয়েন্ট

  2. Tazriyan

    190 পয়েন্ট

  3. Shourov Viperr

    110 পয়েন্ট

  4. Khandoker Farhan

    110 পয়েন্ট

  5. Eyasin

    110 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত বৈজ্ঞানিক মহাকাশ পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে কেন ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং উপকারিতা শক্তি লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা শব্দ মাছ ঠাণ্ডা মস্তিষ্ক ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা কি বিস্তারিত রঙ মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত কান্না আম হরমোন বাংলাদেশ
...