Nishat Tasnim
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীকে অনবরত আবর্তন করে চলেছে।রাতের আকাশে আমরা চাঁদকে বিভিন্ন রূপে দেখতে পাই, একে চাঁদের দশা(Moon Phase) বলে। চাঁদ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে থাকার জন্য পৃথিবী থেকে চাঁদের এই বিভিন্ন রূপ দেখা যায়। নিচে একটি চিত্রের সাহায্যে চাঁদের বিভিন্ন দশা এবং পৃথিবী থেকে তার অবস্থান দেখানো হয়েছে।
আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই,চাঁদ সূর্যের আলোতেই আলোকিত। চাঁদ যখন পৃথিবীর পিছনে প্রায় একই সরলরেখায় অবস্থান করে,তখন সূর্যের আলো চাঁদের সম্পূর্ণ উপরিপৃষ্ঠে পতিত হয়।তাই আমরা চাঁদকে সম্পূর্ণ রূপে দেখতে পাই এবং এই সময়কেই পূর্ণিমা বলে। চাঁদের এই দশাকে ফুল মুন (Full Moon) বলা হয়। এর পরের অবস্থায় চাঁদ পৃথিবীর সাথে কিছুটা কোণ করে অবস্থান করে। তাই আমরা কিছুটা অংশ দেখতে পাই। এই দশাকে ওয়ানিং গিব্বাস (Waning Gibbous) বলে। পরবর্তী দশায় পৃথিবী থেকে চাঁদের অর্ধেক অংশ দেখা যায় এই অবস্থাকে থার্ড কোয়ার্টার বলে (Third Quarter)। তৃতীয় দশাকে ওয়ানিং ক্রিসেন্ট বলে(Waning Crescent)। এর পরের দশায় আমরা চাঁদকে দেখতে পাইনা।এই সময়কে আমরা অমাবস্যা বলি। চাঁদের এই দশাকে নিউ মুন (New Moon) বলা হয়।পঞ্চম দশাকে ওয়াক্সিং ক্রিসেন্ট(Waxing Crescent) বলা হয়। ষষ্ঠ অবস্থাতেও আমরা চাঁদের অর্ধেক অংশ দেখতে পাই এবং একে ফার্স্ট কোয়ার্টার (First Quarter) বলে। পরবর্তী এবং শেষ দশাকে ওয়াক্সিং গিব্বাস (Waxing Gibbous) বলা হয়।
©ashcharona