সিলিকা জেল হচ্ছে সােডিয়াম সিলিকেট থেকে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত সিলিকন ডাইক্সাইড এর একটি রূপ যা ভঙ্গুর, কাঁচের মতাে স্বচ্ছ এবং ছিদ্রযুক্ত একটি পদার্থ। অনেক ক্ষেত্রেই ওষুধ বা শুকনাে খাবারের কনটেইনারে সিলিকা জেলের প্যাকেট রেখে দেয়া হয়। পেটুক লােকেরা যাতে খেয়ে না ফেলে সেজন্য লিখে রাখা হয়, 'Do not eat' বা 'খেয়াে না'।
সিলিকা জেল যে কোন ঔষধকে তার নিজস্ব আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। যেমন কোন ট্যাবলেটের কৌটায় যদি সিলিকা জেল রাখা হয় তার মানে হল আর্দ্রতা বা পানির সংস্পর্শে তা নষ্ট হয়ে যেতে পারে। এমন ও হতে পারে যে অতিরিক্ত আর্দ্রতার জন্য ট্যাবলেট গলে গেল, বা পানির অণুর সাথে বিক্রিয়া করে ঔষধ তার নিজস্বতা বজায় না রেখে অন্য কোন যৌগে রুপান্তরিত হয়ে গেল।সেক্ষেত্রে ঔষধের কাঙ্খিত গুনাগুণ নষ্ট হয়ে যাবে।
এটি আসলে এমন একটি বস্তু যা জিনিসের অতিরিক্ত আর্দ্রতা টেনে নিয়ে তা শুষ্ক রাখতে সাহায্য করে। তাই আপনি যদি ভুলবশত খেয়েও ফেলেন, তাহলে দিশেহারা হয়ে পড়বেন না। কারণ এটি কোনওভাবেই হজম হয় না। যেভাবে পেটে ঢোকে সেভাবেই থাকে। তারমানে এই নয় যে এটি খাওয়া যাবে। বরং তা খেয়ে ফেললে কী করবেন, সেটা জানা বেশি জরুরি। সিলিকা জেল গিলে ফেললে তাকে অনেকটা জল খাওয়ান। কারণ, এটি শরীরে জলের পরিমাণ কমিয়ে দেয়। তবে তাতেও যদি কাজ না হয় তাহলে নিজে থেকে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল। সোজা চিকিৎসকের কাছে নিয়ে যান। তাছাড়া দুধের শিশুর গলায় সিলিকা জেল আটকে গেলে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে। কাশিও শুরু হতে পারে। তাই এমন বস্তু তাদের নাগালের বাইরে রাখাই বুদ্ধিমানের কাজ।