কেটে পড়ে যাওয়া আঙ্গুল পুনরায় প্রতিস্থাপন করা যায় যদি না সেই আঙ্গুলের কোষ বা টিস্যু জীবিত থাকে।
তাই আঙ্গুল কেটে পড়ে গেলে প্রথমেই পরিষ্কার হাতে বা গ্লাভস দিয়ে ধরে আঙ্গুলটিকে সাধারণ স্যালাইনের পানি বা মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর একটি গজ ব্যান্ডেজকে সাধারণ পানিতে ধুয়ে তা দিয়ে আঙ্গুলটিকে মুড়িয়ে ফেলতে হবে। তারপর একটি পলিথিনে পানি নিয়ে তাতে বরফ ঢেলে দিতে হবে; সম্ভব না হলে ঠান্ডা পানি ঢালতে হবে। ঠান্ডা পানি পূর্ণ পলিথিনে গজ মোড়ানো কাটা আঙ্গুলটিকে রেখে দিতে হবে। তবে সরাসরি বরফে আঙ্গুলটি রাখা যাবে না। এরপর দ্রুত রোগী ও কাটা আঙ্গুলটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
তবে এভাবে ঠান্ডা পানির মাধ্যমে সংরক্ষণ করে কাটা আঙ্গুলকে ১২ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করা যায়।
তবে কাটা আঙ্গুল একেবারে থেতলে গেলে অনেকসময়ই প্রতিস্থাপন করা যায় না। তবে কালবিলম্ব না করে ঠান্ডা পানিতে সংরক্ষণ করে হাসপাতালে যেয়ে চেষ্টা করা যায়। যদি সব কোষ জীবিত থাকে, তবে আঙ্গুল প্রতিস্থাপন করা যাবে।