হ্যাঁ। এটা সম্ভব। এ পৃথিবীতে এমন একটি ধাতু আছে যার গলনাংক এতটাই কম যে তা গলাতে আলাদা তাপের ব্যবস্থা করতে হয় না। ধাতুটি হলো "গ্যালিয়াম"। এর গলানাংক মাত্র ২৯.৭৬° সেলসিয়াস। সবচেয়ে বড় বিষয় মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা এর চেয়েও বেশি অর্থাৎ প্রায় ৩৭° সেলসিয়াস।
সেজন্যই গ্যালিয়াম হাতে নিলেই গলে যায়।
★গ্যালিয়ামঃ
পারমাণবিক সংখ্যা: 31
পারমাণবিক ভর : 69.723 (g/mol)
গ্যালিয়ামের ইলেক্ট্রন বিন্যাস: 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p1
গ্যালিয়ামের আয়নীকরণ বিভবের মান : 5.97 e
গ্যালিয়ামের গলনাংক : 29.8 °C = 85.64 °F = 302.95 K
গ্যালিয়ামের স্ফুটনাংক : 2202 °C = 3995.6 °F = 2475.15 K
পর্যায় সারণিতে গ্যালিয়ামের অবস্থানঃ
গ্রুপ: III-A
পর্যায়: 4
ব্লক: p - ব্লক