Nishat Tasnim-
উত্তল লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময়ে সূর্যের ছড়িয়ে ছিটিয়ে পড়া আলো একত্রিত হয়ে গুচ্ছরশ্মিতে পরিণত হয়। আলোকরশ্মি যে তাপ বহন করছিল, তা ম্যাগনিফানিং গ্লাসের ভিতর দিয়ে গিয়ে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়। সেই জায়গাটা গরম হয়ে ওঠে। একসময়ে আগুন ধরে যায়।