ওয়েবসাইটের কোনো প্রশ্নে কিংবা উত্তরে ভোট দেওয়া হলে যিনি এই প্রশ্ন এবং উত্তরটি পোস্ট করেছিলেন, তিনি পয়েন্ট অর্জন করবেন। এ পয়েন্ট সিস্টেম মূলত পয়েন্ট অর্জনকারীদের ব্যাপারে এক প্রকার মেজারমেন্ট হিসেবে কাজ করে থাকে। পয়েন্ট সিস্টেমের ওপর ভিত্তি করেই প্রশ্নকারী এবং উত্তর প্রদানকারীকে তার কাজের পুরস্কার প্রদান করা হয়।
উদাহরণস্বরূপ, আপনি যদি আকর্ষণীয় কোনো প্রশ্ন এবং উত্তম উত্তর প্রদান করেন, তবে সেক্ষেত্রে ভিউয়ার্সরা আপভোট প্রদান করবে এবং আপনিও পয়েন্ট অর্জন করতে পারবেন। অন্যদিকে, আপনার করা প্রশ্ন বা উত্তর অপ্রাসঙ্গিক অথবা বিভ্রান্তিকর ঠেকলে সেক্ষেত্রে ভিউয়ার্সরা ডাউন বা নিম্ন ভোট প্রদান করবে। নিম্নলিখিত নিয়মানুযায়ী ব্যাবহারকারীর ক্রিয়াকলাপের দরুন পয়েন্ট অর্জনের ব্যাপারটি উল্লেখ করা হলো-
• প্রশ্ন পোস্ট করলে: ২০ পয়েন্ট
• আপনার প্রশ্নের জন্য একটি উত্তর নির্বাচিত হলে: ৪০ পয়েন্ট
• আপনার প্রশ্নের উত্তর একটি ঊর্ধ্ব ভোট পেলে: ১০ পয়েন্ট
• আপনার প্রশ্নের উত্তর একটি নিম্ন ভোট পেলে: -১০ পয়েন্ট
• প্রত্যেক প্রশ্নের ওপর ঊর্ধ্ব ভোটের সীমার শুরু: ১০০ পয়েন্ট
• প্রত্যেক প্রশ্নের ওপর নিম্ন ভোটের সীমার শুরু: -৩০ পয়েন্ট
• উত্তর পোস্ট করলে: ৪০ পয়েন্ট
• আপনার পোস্ট করা উত্তরটি সর্বোত্তম নির্বাচিত হলে: ৩০০ পয়েন্ট
• আপনার উত্তরের ওপর প্রত্যেকটি ঊর্ধ্ব ভোটের জন্য: ২০ পয়েন্ট
• আপনার উত্তরের ওপর প্রত্যেকটি নিম্ন ভোটের জন্য: -২০ পয়েন্ট
• প্রত্যেক উত্তরের জন্য ঊর্ধ্ব ভোটের সীমার শুরু: ২০০ পয়েন্ট
• প্রত্যেক উত্তরের জন্য নিম্ন ভোটের সীমার শুরু: -৫০ পয়েন্ট
• প্রত্যেক কমেন্টে ঊর্ধ্ব ভোটের সীমা: ১০০ পয়েন্ট
• প্রত্যেক কমেন্টে নিম্ন ভোটের সীমা: ৩০ পয়েন্ট
• কোনো প্রশ্নে ঊর্ধ্ব ভোট দিলে: ১০ পয়েন্ট
• কোনো প্রশ্নে নিম্ন ভোট দিলে: ১০ পয়েন্ট
• কোনো উত্তরে ঊর্ধ্ব ভোট দিলে: ১০ পয়েন্ট
• কোনো উত্তরে নিম্ন ভোট দিলে: ১০ পয়েন্ট
• নতুন সদস্য হলে পাবে: ১০০ পয়েন্ট
উপরে উল্লিখিত ক্রিয়াকলাপের মাধ্যমে প্রত্যেকে উক্ত পয়েন্টসমূহ অর্জন করতে পারবে।