ধন্যবাদ!
Bee শাব্দিক অর্থে মৌমাছি, প্রাণীদের মধ্যে আমার অন্যতম পছন্দের প্রাণি মৌমাছি। মৌমাছির জীবনাচরণ পড়লে দেখতে পারবো আমাদের মৌমাছি থেকে অনেক কিছু শেখার আছে। দলগত কাজ, নেতৃত্ব, কর্মী মৌমাছির একনিষ্ঠতা। পাশাপাশি তারা যে পরিশ্রম করে মধু আহরণ করে তা কিন্তু নিজেদের জন্য নয়, অন্যকে বিলিয়ে দিচ্ছে। আরও অনেক গুণাবলি আছে, সেদিকে যাচ্ছি না।
তবে দলগতভাবে সাইন্স বী কাজ করছে, জ্ঞান আহরণ করছে, অন্যের মাঝে সেগুলো ছড়িয়ে দেবার চেষ্টা করছে। এইতো এটা গেলো নামকরণের একটি কারণ।
আরেকটা হচ্ছে Bee মানে "পোকা ও বোঝায় যেমন বাংলাদেশের একটা প্রোগ্রাম ছিল Spelling Bee। এই পোকা মানে হচ্ছে সে উক্ত বিষয়ে খুবই কৌতুহলী যেমন আমরা বলি বইপোকা।
তেমনি যারা বিজ্ঞান নিয়ে প্যাশনেট তাদের বলি "বিজ্ঞান পোকা" এ জায়গা থেকেও নামকরণ করা হয়েছে Science Bee.
বলেছেন: মবিন সিকদার প্রতিষ্ঠাতা, সায়েন্স বী