যখন কোনো প্রাণী ভিন্ন ভিন্ন দুটি শ্রেণির বৈশিষ্ট্য বহন করে তখন তাদেরকে সংযোগকারী প্রাণী বলা হয়। আবার , এদেরকে জীবন্ত জীবাশ্মও বলা হয়। প্লাটিপাসের দেহ স্তন্যপায়ীদের মতো লোমাবৃত ও বাচ্চাকে দুধ পান করানোর বৈশিষ্ট্যযুক্ত। আবার , সরীসৃপের মতো কুসুমযুক্ত ডিম পাড়ে এবং তাদের বক্ষ অস্থিচক্র ঞ অক্ষরের মতো। সরীসৃপ জাতীয় প্রাণী ধীরে ধীরে পরিবর্তিত হয়ে স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হওয়ার এটি একটি প্রমাণ। এজন্য প্লাটিপাসকে সংযোগকারী প্রাণী বলা হয়।
Credit: Antora Hossain
Collected from: Al Amin Sagor's post