১) অন্ধ মানুষদের উপযোগী স্পর্শ-করা-ঘড়ি বা শব্দ-করা-ঘড়ি কিনতে পাওয়া যায়। এই সব ঘড়ি চক্ষুহীন মানুষদের সময় সম্পর্কে ধারণা দেয়। আমাদের মতোই তাঁরাও বারে বারে ঘড়ি দেখেন। ২) অন্ধ মানুষরা পাখির ডাক, ট্রাফিকের শব্দ ও অন্যান্য আওয়াজে আন্দাজ করে নিতে পারেন যে সকাল হয়েছে। বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকা উষ্ণতাও তাঁদের সাহায্য করে। গায়ে রোদ পড়লে তার একটা আলাদা অনুভুতি থাকে। তবে এমন জায়গাও আছে যেখানে রোদ ওঠে না কিংবা আবহাওয়া ভেজা। কিন্তু সে সমস্ত জায়গাও শেষ অব্দি বড় বাধার কারণ হয়ে দাঁড়ায় না। আর শেষ অব্দি সময়ঘড়ি তো রইলই। সে-ই জানিয়ে দেবে এখন তোমার খাওয়ার সময় হয়েছে কিংবা এখন ঘুমোতে যাও।