আমার জানা মতে , মানুষের নাকে যখন খারাপ গন্ধ আসে তখন তারা নিশ্চিত হয়ে ভেবে নেয় যে এটা কোনো পচাবাসি , অখাদ্য , অপদ্রব্য , খারাপ কোনো বস্তু থেকে আসছে । এবং তখনই তারা থুতু ফেলে কারন তারা মনে করে ঐ গন্ধ টা মুখের মধ্যে জমে থাকা।
লালার সাথে মিশে গেছে এবং ওটাও অখাদ্যে পরিনত হয়েছে ।
ধন্যবাদ।