ডায়াবেটিস না থাকা সত্ত্বেও ইনসুলিন গ্রহণ করা মানে দেহের রক্তে ইনসুলিন এর মাত্রা বেড়ে যাওয়া!
তাহলে এখন আমরা খুব সহজেই পরবর্তী ধাপ গুলা বুঝতে পারব,এর আগে আমাদের জেনে নিতে হবে
ইনসুলিন এর কাজ কি?
► ইনসুলিন [Insulin]:- অগ্ন্যাশয়ে অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ।
কাজঃ রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তা কমিয়ে স্বাভাবিক করা হল ইনসুলিনের প্রধান কাজ ।
তার মানে রক্তে যদি ইনসুলিন এর মাত্রা বেড়ে যায়,রক্ত থেকে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ (চিনি/সুগার) শোষণ করে নিবে,এবং লিভার(যকৃত) হতে গ্লুকোজ কম ক্ষরন হবে,এই দুই ফ্যাক্টর মিলে রক্তে গ্লুকোজের মাত্রা একদম কমে যাবে,যাকে বলে LOW GLUCOSE LEVEL!
এই অবস্থাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া।
এখন এই লো গ্লুকোজ লেভেল থেকে কি কি হতে পারে?
ক)হালকা হাইপোগ্লাইসেমিয়াঃ
নিম্ন লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:
1.ঘাম এবং দমন
শীতল
2.হালকা মাথা ঘোরা বা মাথা ঘোরা
3.হালকা বিভ্রান্তি
4.উদ্বেগ
5.কাঁপানো
6.দ্রুত হৃদস্পন্দন
7.ক্ষুধা
8.বিরক্তি
9.ডাবল ভিশন বা অস্পষ্ট দৃষ্টি
10.ঠোঁটে বা মুখের চারপাশে ঝোঁক
খ)মারাত্মক হাইপোগ্লাইসেমিয়াঃ
হাইপোগ্লাইসেমিয়ার আরও গুরুতর লক্ষণগুলির মধ্যে কখনও কখনও ডায়াবেটিক শক বা ইনসুলিন শক হিসাবে পরিচিত, এর মধ্যে রয়েছে:
1.ঘনত্ব সমস্যা
2.খিঁচুনি
3.অজ্ঞান
4.কোমা
5.মৃত্যু
অর্থাৎ অকারণ এ ইনসুলিন গ্রহণ মৃত্যুর কারন ও হতে পারে!