Abrar Islam Ador
প্রত্যাশা এমন একটি অনুভূতির জিনিস যা হয়তো কোন বৈজ্ঞানিকভাবে তেমনকরে বলা সম্ভব নয় তবে সাইকোলজির ভিত্তিতে অনেকটাই বলা সম্ভব।
প্রত্যাশা মানেই আমাদের একধরনের অনুভূতির অংশ। আর বৈজ্ঞানিকভাবে বললে এইগুলো হরমনের খেলা।
অনিশ্চয়তার ক্ষেত্রে প্রত্যাশা হল এমন এক অনুভূতি বা ঘটনা যা আমরা শুধুই ভেবে যাই যেন আমাদের জীবনের পরবর্তী পদক্ষেপে সবচেয়ে বেশি সেই ঘটনাই ঘটে। একটি প্রত্যাশা, যা একটি বিশ্বাস। যেটি ভবিষ্যতকে কেন্দ্র করে। এটি হয়তো বাস্তবে নাও হতে পারে বা হতেও পারে বা আবার হয়তো কিছুমাত্র ফল পাওয়া যেতে পারে এমন একটি সুবিধাজনক বা আবেগের বা আনন্দের জন্ম দেয়। সেটি মূলত প্রত্যাশা।
মানুষ যাকে ভালবাসে তার থেকেই কিছু প্রত্যাশা করে থাকে। তবে আমাদের উচিত মানুষ বুঝে ব্যক্তির সামর্থ্য বুঝে তার থেকে প্রত্যাশা করা নয়তো যার প্রত্যাশা যত বেশি থাকবে তার কষ্টের সম্ভাবনাও তত বেশি হবে। আর এই জন্যই কবির মতে "প্রত্যাশাহীন জীবন স্বর্গের মতন"।
মানুষ একজনকে ভালবাসে, তাঁকে নিজের মত করে চায়, কিছু স্বপ্নের বাস্তবায়ন করতে চায়, যেগুলো তার দ্বারা সম্ভব নয় সেগুলো অন্যজন থেকে চেয়ে বসে এইসব কিছুই প্রত্যাশার অংশ।
যদি আপনি কারো থেকে কিছু প্রত্যাশা করে থাকেন তাহলে বুঝে নিবেন উপরে বলে দেয়া এই কারণগুলো আপনার মধ্যে আছে।
পরিশেষে সুন্দর করে একটু সাজিয়ে এক কথায় বললে একজন মানুষের নিজের না পাওয়া কিছু অন্যজনের থেকে আরও সুন্দর করে পেতে চাওয়াই হল প্রত্যাশার কারণ। আর এই প্রত্যাশার সবচেয়ে বড় উদাহরণ আমাদের সবার বাবা-মা, পরিবার, যারা আমাদের থেকে অনেক কিছু প্রত্যাশা করে যা তারা নিজেরা পারেনি।