মূলত বিমান চলাকালীন ফোন ফ্লাইট মোডে করে দেওয়ার কথা বলা হয় এতে পাইলটের কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে,যেমন রেডিও সিগনাল interference যার ফলে পাইলটের রেডিও equipment এ বিচ্ছিরি ধরণের আওয়াজ যা কিনা তার atc র সাথে যোগাযোগে সামান্য হলেও অসুবিধে সৃষ্টি করতে পারে ।