Abrar Islam Ador
বই পড়া অনেকের কাছে বিরক্ত মনে হয় আবার অনেকের কাছে ভালোবাসা। নিয়মিত বই পড়া একজন মানুষ পাঠ্যিক জ্ঞানের বাহিরে যা জেনে থাকে, সাধারণ মানুষ তার ২০% জানে না বলে ধারণা করা হয়। প্রচুর বই পড়লে আমাদের মনের কৌতূহলী দিকটা আরও কৌতূহলী হয়ে উঠে। ছোট থেকে ছোট বিষয়গুলোতে ভাবাতে সাহায্য করে। একটি বিষয় নজরে এলে সেই সম্পর্কে জানার স্পৃহা বাড়ে। একজন মানুষ যখন নিয়মিত সময় করে বই পড়া শুরু করে তখন এটি এক ধরণের নেশার মত কাজ করে। নিয়মিত বই পড়লে আমাদের মানসিক চাপ, দ্বিধা কমে আসে। বিশ্লেষণা মতে, কোন ব্যক্তির জীবনে যদি শৃঙ্খলা না থাকে তাহলে তাঁকে নিয়মিত বই পড়তে বলুন। কারণ এতে করে অশান্ত, চঞ্চল মন শান্ত হয়ে আসে এবং জীবনে শৃঙ্খলা নেমে আসে। হতাশা থেকে দূরে থাকতে চাইলেও নিয়মিত বই পড়তে পারেন। বই পড়া আমাদের হতাশ মনে প্রবৃদ্ধির আলো বয়ে আনে। আপনি যখন নিয়মিত বই পড়বেন তখন নিজের অজান্তেই ক্রিয়েটিভ চিন্তাধারা আপনার মাঝে চলে যাবে। নতুন কিছু ভেবে উদ্ভাবনী হতে পারবেন। সর্বদা পৃথিবীকে জানার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত বই পড়া। তবে খেয়াল রাখতে হবে বয়সের সাথে সাথে মানসিক অবস্থার পরিবর্তনের সাথে মিল রেখে আপনাকে বই পড়তে হবে। নিজের অজান্তে বা ইচ্ছেতে উগ্র মানসিকতা সম্পূর্ণ বইগুলো পড়া থেকে বিরত থাকতে হবে। ভালো বই পড়লে ভালো জ্ঞান পাওয়া যাবে নয়তো হিতে বিপরীত হয়ে উঠবে।