কালার থেরাপি এমন এক পদ্ধতি যা বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ; বিশেষ করে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব ব্যাপক। তাই সাইকোলজিক্যাল দিক দিয়ে কোনো কাঠামোর অভ্যন্তরীণ ডিজাইন ও আর্কিটেকচারে রঙ-কে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়৷
মূলত আর্কিটেক্ট ও ডিজাইনাররা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর রঙ এর প্রভাব ব্যাখা করেছেন। তারা বলেন, লাল রঙ ক্ষুধা বৃদ্ধি করে, ডিপ্রেশন কমায় এবং রাগান্বিত মনোভাব বৃদ্ধি করে। বেগুনী রঙ সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি যেকোনো ধরনের প্রব্লেম সলভিং স্কিলস গুলোর বিকাশ সাধন করে৷ কমলা রঙ মানুষকে আশাবাদী করে তুলে, সবুজ রঙ কোনো ডিসিশন নিতে সাহায্য করে। মূলত এভাবেই রঙ আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।