Symum Salehin এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ঃ
১. ডায়াবেটিস/ক্যান্সার বা যাই বলেন না কেন, সেগুলার কোনটির নিরাময় হয় নূন্যতম কিছুটা হলেও কমে এরকম কোন উপাদান এখানে নেই।
২ সকল স্তন্যপায়ী প্রাণীর মূত্রের উপাদান প্রায় একই রকম, খুব হালকা পার্থক্য হয় খাদ্যাভাসের কারণে। মল কমবেশি পার্থক্য হয় একই কারনে। আর শরীরের যেটা প্রয়োজন নেই সেটাই বর্জ্য হিসাবে বেরিয়ে যায়।
৩.মূত্রের শতকরা ৯৫ ভাগই পানি।
৪.মূত্র/গোবরে যে উপাদান গুলি রয়েছে তার প্রত্যেকটি বিভিন্ন ফলমূল,সবজি,আমিষ থেকে পাওয়া যায়। সেগুলা খেলে তবেই না উপাদানগুলি বর্জ্যের মধ্যে থাকবে।
.
এবার আমাকে বলেন কোনদিক থেকে কি উপায়ে গরুর মল-মুত্র মানবদেহের জন্য উপকারী হয়! আসলে এগুলা কিছুই না, শুধুই ধর্ম বেঁচে খাওয়া কিছু মানুষের উর্বর মস্তিষ্কের আবিষ্কার। শরীরের ফেলে দেয়া বর্জ্য বিষাক্ত উপাদানগুলি গ্রহণ করলে উপকারের পরিবর্তে অপকার ছাড়া আর কিছু হবেনা।
তবে হ্যা, মানবদেহের জন্য না হলেও উদ্ভিদের জন্য গরুর মল-মুত্র অনেক উপকারী।