আলো ছাড়া অন্ধকারে কিছুই দেখা যায় না, অথচ আলো এমন জিনিস যাকে চোখে দেখা যায় না।
আলো বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করলেও আলো নিজে অদৃশ্য। তাহলে যে আমরা চোখে দেখি সাদা আলো, লাল নীল সবুজ কত রঙের আলো? উত্তর: আলো উৎস থেকে নির্গত হয়ে বস্তুতলে প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনায় প্রবেশ করে যার জন্য আমরা দেখতে পাই। এই কারণেই ইলেকট্রিক বালব ও সূর্যকে আমরা দেখতে পাই। বালবের ফিলামেন্ট থেকে যে আলো নির্গত হয় তা ফিলামেন্ট মেটেরিয়াল ও কাঁচকে আলোকিত করে, সূর্যরশ্মি সূর্যপৃষ্ঠে থাকা গ্যাসকে আলোকিত করে।
মহাশুন্যে এমন কিছু নেই যাকে আলোকিত করা সম্ভব।
আমরা শুধু পদার্থকেই চোখে দেখতে পাই, যেহেতু আলো একপ্রকার শক্তি, শুধু আলো নয় কোনো শক্তিকেই চোখে দেখা সম্ভব নয়। ইলেক্ট্রিক, তাপ, এক্সরে, চৌম্বকীয় শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি কোনো কিছুই দেখা যায় না। কেবল আমরা আমাদের ত্বকের মাধ্যমে তাপ বা ইনফ্রারেড শক্তিকে অনুভব করতে পারি।