Kabir's
পানি নাই কথাটা পুরোপুরি ভুল । ২০১৪ তে ডিসকভারির একটা ডক্যুমেন্টরীতে বলা হয় শনি (saturn)-এ কয়েক কিলোমিটার পুরো বরফের স্তর আছে যার গভীরে গেলে প্রাণের অস্তিত্ব পাওয়া গেলেও যেতে পারে ।
এই তো ২ বছরে আগে মঙ্গলে নাসার রোভার রোবট কিছু দাগ আবিষ্কার করেছে যেটা ধারণা করা হচ্ছে যে পূর্বের কোনো পানির চলমান ধারার একটা প্রবাহপথ যা কালের বিবর্তনে হয়তো শুকিয়ে গেছে ।