হ্যাঁ । বিভিন্ন বর্ণহীন ফুল ফলে লিউকোপ্লাস্ট থাকে। গাছ যখন সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পায় না। যেমন একটি ইটের নিচে যখন ঘাস চাপা পড়ে এবং সূর্যের আলো পায় না তখন সেই ঘাসের ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়। আবার ওই ঘাসের উপর থেকে ইট সরিয়ে দিলে সেই লিউকোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়।