বিগ ক্রাঞ্চকে বিগ ব্যাং- এর প্রতিবিম্ব বলা যেতে পারে। বিগ ব্যাং নামক মহাবিস্ফোরণের পর, মহাবিশ্বের সবকিছু চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে এবং তখনই শুরু হয় মহাবিশ্বের প্রসারন। আর সেই সাথে সূত্রপাত হয় মহাকর্ষ শক্তির।
মহাকর্ষের কারণে সবকিছুকেই আকর্ষণ করে। এতে সবকিছুর চারপাশে ছড়িয়ে পড়ার প্রচণ্ড গতি এক সময় ধীরে ধীরে কমে আসবে। কিন্তু মহাকর্ষ যেহেতু রয়েই যাবে, গতি কমতে কমতে এক সময় শূন্য হয়ে তারপর গতি উল্টোদিকে কাজ করবে।
অর্থাৎ তখন সবকিছু ছড়িয়ে পড়ার পরিবর্তে নিজেদের মধ্যকার আকর্ষণে আবার কাছাকাছি আসা শুরু করবে। শুরু হবে সংকোচন। যত কাছাকাছি আসবে, মহাকর্ষও তত বেশি কাজ করবে। তাতে কাছাকাছি আসার গতি আরও বাড়বে।
এভাবে কাছাকাছি আসতে আসতে একসময় সবকিছূ আবার একবিন্দুতে মিলিত হবে। এই এক বিন্দুতে মিলিত হওয়ার ঘটনাটাকেই বলা হয় “বিগ ক্রাঞ্চ”।
আর সেই বিন্দুটিকে বলে “সিংগুলারিটি”।