EH Emon-
আপনি যখন ঘেমে থাকেন তখন আপনার শরীর গরম থাকে অর্থাৎ শরীরের তাপমাত্রা সাধারণের থেকে কিছুটা অথবা অতিরিক্ত থাকে। এমত অবস্থায় যদি আপনি পানি পান করেন অথবা গোসল করেন তাহলে আপনার শরীরের সাধারণ তাপমাত্রা সাথে পানির তাপমাত্রায় একটি পার্থক্য সৃষ্টি হয় এর ফলে দু'ধরনের তাপমাত্রা একটি তাপমাত্রা কম এবং অপরটি তাপমাত্রা বেশির জন্য শরীরের তাপমাত্রার পার্থক্য সৃষ্টি হয়, এর জন্য আপনার শরীরে কিছুটা ক্ষতি হতে পারে। অধিকাংশ সময় সাধারণত হার্ট অ্যাটাক বাথরুমে হয়ে থাকে তার কারণ তখন শরীরের ভিতরে তাপমাত্রা বেশি হয় এবং বাহিরের পানি মুখে বা শরীরে লাগার কারণে তাপমাত্রার সেই পার্থক্যের কারণে এ ধরনের হার্ট অ্যাটাক ঘটে থাকে তাই আপনি যখন ঘেমে থাকেন তখন পানি পান করা অথবা গোসল করা উচিত না। আপনি ঘেমে থাকলে কিছুক্ষণ অপেক্ষা করে আপনার শরীরের তাপমাত্রা সাধারণ তাপমাত্রার এনে আপনি গোসল করবেন অথবা পানি পান করবেন এটা আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী।