অসুস্থ হওয়া নির্ভর করে দুইটা বিষয়ের উপর শারীরিক এবং পারিপার্শ্বিক।শারীরিক এর ক্ষেত্রে যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক ঘাটতি আছে(হার্ট ছিদ্র আছে কিডনিতে পাথর, হৃদপিন্ডের নালীগুলো কুচকানো, লিভারে সিস্টার আছে হেমানজিওমা সমস্যা আছে ইত্যাদি)। পারিপার্শ্বিক এর ক্ষেত্রে পরিবেশ জীবন যাপন (যারা মোটরসাইকেল drive করে জব করেন ও ঘুরেন Field এ।৮০% উপরে তারা কোমর ব্যথায় ভোগেন, এটা তাদের শারীরিক অক্ষমতা না ,জব nature এর কারণে এরকম, এমন সব ব্যবসা করেন যেখানে সারাক্ষণ টেনশন করতে হয়, সে ক্ষেত্রে ব্রেইন স্ট্রোক হতেই পারে)।