বরফের তৈরি ইগলুতে বাইরে থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না। অপরদিকে আমাদের শরীর থেকে প্রতিনিয়ত যে তাপ নির্গত হয় তা ইগলুর বাইরে যেতে পারে না। ফলে ইগলুর ভিতরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। এছাড়াও ইগলুর ভিতরের তাপমাত্রা বৃদ্ধির জন্য ইগলুর ভিতরে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে।