দুশ্চিন্তার কারণে কখনো মাথাব্যথা হতে পারে। আবার কিছু জটিল রোগ আছে, যেসব কারণে মাথাব্যথা হলে দুশ্চিন্তার কারণ আছে বইকি। কিছু লক্ষণ দেখে বোঝা যায় মাথাব্যথার ধরনটি খারাপ কি না।
জেনে নিন মাথাব্যথার বিপদচিহ্ন—
* হঠাৎ করে প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে (অনেক সময় রোগী এমনটাও বলতে পারেন, তাঁর মাথাব্যথা এতটাই তীব্র যে মাথায় বজ্রপাত হয়েছে বলে মনে হচ্ছে)
* মাথার ডান দিক বা বাঁ দিক, অর্থাৎ যেকোনো একদিকে ব্যথা এবং এর সঙ্গে চোখে ব্যথা
* কাশলে যদি মাথাব্যথা শুরু হয় কিংবা ব্যথা বেড়ে যায়
* প্রস্রাব-পায়খানার চাপ হলে মাথাব্যথা হয় (যেমন কোষ্ঠকাঠিন্যের কারণে বা প্রস্রাব করতে পেটে চাপ লাগলে মাথাব্যথা হয়)
* সকালের দিকে মাথাব্যথা বাড়া ও বেলা যত বাড়ে, ব্যথা যদি তত কমতে থাকে; মাথাব্যথার সঙ্গে সকালবেলা বমি হওয়া
* মাথা সামনে ঝোঁকালে যদি ব্যথা বাড়ে
* প্রচণ্ড মাথাব্যথার সঙ্গে জ্বর
* সাধারণভাবে যে ধরনের মাথাব্যথা আপনি অনুভব করেন, সেটির ধরন যদি বদলে যায়
* পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির ক্ষেত্রে সর্বক্ষণ স্থায়ী মাথাব্যথা
* শরীরের কোনো দিক অবশ বা দুর্বল হয়ে আসা
* মাথাব্যথার পাশাপাশি চোখে দেখতে সমস্যা
* উল্টোপাল্টা কথা বলা বা চেতনা লুপ্ত হওয়া
* গর্ভবতী নারীর প্রচণ্ড মাথাব্যথা
মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল