ইন্ট্রোভার্ট লোকেরা মূলত দু ধরণ এর হনI এক ধরণ আছেন যারা নিজের কাছের লোকেদের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে পারেন কিন্তু বাইরের লোকেদের সামনে লজ্জা পান, আমি নিজে এই দলে পড়িI আর এক দল আছেন যারা কথা কম ই বলেন I
প্রথম শ্রেণীর লোকেদের একটা টিপস দিতে চাই, এটা জীবনে অনেক ক্ষেত্রে আমাকে সাহায্য করেছে এবং অনেক awkward সিচুয়েশন থেকে রক্ষা করেছেI যখন ই অচেনা কোনো লোকের সাথে আপনার দেখা হচ্ছে কোনো ইভেন্ট এ, চেষ্টা করুন নিজের ছোট করে ইন্ট্রো দিয়ে তার ব্যাপার এ তাকে জিজ্ঞেস করুনI এতে তার সাথে আপনার কথা বলতে স্বাভাবিক লাগবে এবং আস্তে আস্তে আপনি জড়তা কাটিয়ে ফেলবেনI দেখবেন কথা বলতে তখন আপনাকে আর ভাবতে হচ্ছে না , এবং ব্যাপার টা জল ভাত হয়ে গেছে আপনার কাছে I
দ্বিতীয় শ্রেণীর লোকেদের পক্ষে ব্যাপার টা একটু কঠিনI তবে তারা চেষ্টা করুন কাছের লোকেদের সাথে বেশি করে কথা বলতে, যাদের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন তাদের সাথেই বেশি করে কথা বলুনI এবং আস্তে আস্তে চেষ্টা করুন অচেনা লোকেদের সাথেও একটু একটু করে কথা বলতে I
জড়তা কাটানো টা সহজ নয়, কিন্তু চেষ্টা আপনাকেই চালিয়ে যেতে হবেI