সাবলিমিনাল ম্যাসাজ, সাবলিমিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তা’ যা’ দ্বারা মানুষের আবেগ, ধ্যান ধারণা, চিন্তাধারা, বিশ্বাস ইত্যাদি বিশেষ কৌশল ব্যবহার করে যখন পরিবর্তন করার চেষ্টা করা হয়, মানুষের মনকে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। সাবলিমিনাল শব্দটি ব্যবহৃত হয় মানুষের ’মন’ বা মনস্তত্ত্ব ইত্যাদির ক্ষেত্রে। মানুষের মন, মনস্তত্ত্ব যখন কোন কিছু দ্বারা প্রভাবিত হয়, তখন তা’ আলোচনার ক্ষেত্রে এই শব্দটি বহুল ব্যবহৃত।
SUBLIMINAL LANGUAGE বা SUBLIMINAL MESSAGE এর উপাদান হচ্ছে ছবি, দৃশ্য, সংগীত, সুর, চলচ্চিত্রের কোন ক্লিপিং, আবহ সংগীত, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি। বর্তমানে সারা পৃথিবীতে SUBLIMINAL LANGUAGE বা SUBLIMINAL MESSAGE ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে।
প্রতিদিন যে সমস্ত মুভি আমরা দেখি, যে বিজ্ঞাপন চিত্র আমরা দেখি, যে সংগীত আমরা শুনি – সবখানেই SUBLIMINAL LANGUAGE বা SUBLIMINAL MESSAGE এর ব্যাপক ব্যবহার। SUBLIMINAL LANGUAGE বা SUBLIMINAL MESSAGE এর ভাল এবং খারাপ উভয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে বর্তমানে খারাপ উদ্দেশ্যে এর ব্যবহার অত্যন্ত বেশী। এবং তা’ উত্তরোত্তর বাড়ছে।
মানুষের মনকে পরিবর্তন করার জন্য, তার মনে ভাল- খারাপ (বিশেষ করে “খারাপ”) উপাদান অনুপ্রবেশ করার জন্য চলচ্চিত্র, কার্টুন ছবি এবং বিজ্ঞাপন চিত্র ইত্যাদিতে এর ব্যবহার আশংকাজনকভাবে বেড়ে গেছে। কোন একসময় আমেরিকান সরকার SUBLIMINAL LANGUAGE বা SUBLIMINAL MESSAGE এর ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছিলো।
কিন্তু স্বার্থানেষী মহল সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে প্রচেষ্টা নেয় এবং সফল হয়। ফলে অর্থলোভী ব্যবসায়ী, ধর্ম বা মতবাদী অন্ধ দল বা গোষ্টি, সংঘবদ্ধ ক্রিমিনাল বিশেষ করে সিক্রেট সোসাইটি সমূহ সুনির্দিষ্টভাবে ‘ইলুমিনাতি” গভীর নীলনকশা বা ষড়যন্ত্র বাস্তবায়নে SUBLIMINAL LANGUAGE বা SUBLIMINAL MESSAGE ব্যবহার করে যাচ্ছে। এরা এটির সবচাইতে বেশী ব্যবহার করছে “সেক্স এবং যৌনতার ক্ষেত্রে।
গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে - মানুষের সচেতন মনে SUBLIMINAL LANGUAGE বা SUBLIMINAL MESSAGE তেমন প্রভাব ফেলতে পারে না। কিন্তু এটি তীব্রভাবে প্রভাবিত করে মানুষের অবচেতন মনে।
SUBLIMINAL LANGUAGE বা SUBLIMINAL MESSAGE এর টার্গেট হচ্ছে ”মানুষের অবচেতন মন”।
SUBLIMINAL MESSAGE খুবই স্বল্প সময়ের জন্য/ চোখের পলকে প্রদর্শিত হয় বলে সচেতন মন (Conscious Mind) ঐ মেসেজ সনাক্ত করতে পারে না। কিন্তু অবচেতন মন (Subconscious Mind) –এ তা’ গেথে যায়।
এবং যেহেতু সচেতন মন ঐ মেসেজ মিস্ করে, তাই মন ঐ মেসেজ গ্রহণ বা বর্জন করতে কোনরূপ যুক্তিতর্ক করে না। ফলে ঐ মেসেজ সচেতন মনের পাশ কাটিয়ে সন্তর্পনে অবচেতন মনে ঢুকে পড়ে।
কোথায় কোথায় subliminal messages থাকে?
বিভিন্ন বিজ্ঞাপন যেখানে subliminal messages লুকিয়ে রাখা হয়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যৌন বিষয়ক বিজ্ঞাপনে subliminal messages ব্যবহার করা হয়।
রক মিউজিক-এ subliminal messages লুকিয়ে রাখা হয়। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির অডিও টেপ- এ subliminal messages রেকর্ড করা থাকে।
Subliminal Messages এর কিছু উদ্দেশ্যঃ
মানুষকে কোন কিছু কিনতে বাধ্য করা যা’ সে কিনতে ইচ্ছুক নয়।
মানুষকে আত্মহননে প্ররোচিত করা। অথবা ধুমপান ছাড়তে সাহায্য করা।
©somewhereinblog