নিউরন হল মানুষের স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। নিউরনের দুটি প্রধান অংশ হচ্ছে কোষদেহ এবং প্রলম্বিত অংশ বা নিউরাইট। নিউরাইটকে আবার দুভাগে ভাগ করা হয়েছে -
বহু শাখা - প্রশাখা বিশিষ্ট ছোট ছোট প্রলম্বিত অংশ বা ডেনড্রাইট
শাখা - প্রশাখা বিহীন দীর্ঘ প্রলম্বিত অংশ বা অ্যাক্সন
ডেনড্রাইট এবং অ্যাক্সন এর গঠনের উপর ভিত্তি করে নিউরন পাঁচ ধরনের -
মেরুহীন - ডেনড্রাইট ও অ্যাক্সন নেই।
একমেরুযুক্ত - একটিমাত্র অ্যাক্সন।
ছদ্মমেরুযুক্ত - ডেনড্রাইট ও অ্যাক্সন একটি দণ্ড থেকে উৎপন্ন।
দ্বিমেরুযুক্ত - একটি অ্যাক্সন ও একটি ডেনড্রাইট।
বহুমেরুযুক্ত - একাধিক ডেনড্রাইট ও একটি অ্যাক্সন।
আবার কাজের প্রকৃতি অনুসারে নিউরন তিন প্রকার -
সংবেদী - দেহের বিভিন্ন প্রান্তের গ্রাহক থেকে স্নায়ু উদ্দীপনা সংবেদী নিউরনের মাধ্যমেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়।
চেষ্টীয় - এসব নিউরন স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন অঙ্গে নিয়ে আসে।
মিশ্র বা সমন্বয়ক - এসব নিউরন সংবেদী ও চেষ্টীয় নিউরনের মধ্যে সংযোগ সাধন করে।
তথ্যসূত্র - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (একাদশ - দ্বাদশ শ্রেণি) (গাজী আজমল)