জাগুয়ার (Jaguar) মধ্য ও দক্ষিণ আমেরিকায় রয়েছে। তাদের এলাকায় তারাই সব চেয়ে বড় বিড়াল প্রজাতির প্রাণী। আর অন্য দিকে লেপার্ড (Leopard) পাওয়া যায় এশিয়া ও আফ্রিকায়। তাদের এলাকায় তারা সব চেয়ে ছোট বিড়াল প্রজাতির প্রাণী। ন্যাশনাল জিওগ্রাফিক (National Geographic)-এর মতে, জাগুয়াররা অনেক বেশি বড় ও একটু মোটাসোটা হয়। তাদের ওজন ১১৫ কেজি পর্যন্ত হতে পারে। এ দিকে লেপার্ডরা (Leopard) তার থেকে কম হয়। তাদের ওজন ৭৯ কেজি পর্যন্ত হতে পারে। গঠনেও পার্থক্য দেখা যায়।
ন্যাশনাল জিওগ্রাফিক (National Geographic)-এ প্রকাশিত রিপোর্ট বলছে, বড় বিড়াল প্রজাতি নিয়ে গবেষণারত বুন স্মিথের মতে, জাগুয়ার (Jaguar)-দের থুতনি অনেক বেশি বড় হয়। দাঁত বা কামড়ানোর ক্ষমতাও লেপার্ডের থেকে বেশি হয়। এ বিষয়ে পোর্টল্যান্ড চিড়িয়াখানার ডিরেক্টর ডন মুর বলেন, চেহারায় পরিবর্তন ও থুতনিতে পরিবর্তন- লেপার্ড (Leopard) ও জাগুয়ারের (Jaguar) ক্ষেত্রে বিষয়টা আলাদা হয় তাদের বিচরণের এলাকার উপর নির্ভর করে। অর্থাৎ তারা যে এলাকায় থাকে তার জন্য, সেই পরিবেশের জন্য এই পরিবর্তন হয়।
রিপোর্টে আরও বলা হয়, জাগুয়াররা (Jaguar) সাঁতার কাটতে ভালোবাসে এবং অ্যানাকোন্ডার উপরে বেশি আক্রমণ করে। এ দিকে লেপার্ডরা (Leopard) জল এড়িয়ে চলে এবং স্তন্যপায়ী প্রাণী ও হরিণ শিকার বেশি করে।